সমস্ত হেমন্তের হাসিটা যেনো
শীষ দোলা সবুজ ধানের খেত;
দোয়েলের গানে মৌ মৌ গন্ধে-
ভেসে যাচ্ছে নবান্ন, রাখালী বাঁশি সুর
আর ঘটে পুড়ান আগুন,হারিয়ে যাচ্ছে
জীবনের প্রান্তি কালে হেমন্তের গান!
দৃষ্টিনন্দন সাদা বকের উড়ানো ঝাঁক-
মেঘ কাঁদছে রঙধনু সোনালি বিকাল!
জোনাকি ডাকা পূর্ণিমার রাত- পিচ ঢালা
পথের বাঁকে অপেক্ষায় রোদেলা হেমন্ত।


১৫ কার্তিক ১৪২৯, ৩১ অক্টোবর ’২২