বসে থাকা এক কাঠপোড়া রোদের সনে
স্মৃতিরা পুড়ে যাচ্ছে এই প্রণয় উঠনে-
দৃষ্টির নীলাকাশে শুধু কথা হয়!
যায় উড়ে ঘাসফড়িংর কত মমতাময়।


শুধু রোদপোহানোর মধ্যদুপুর
কালবৈশাখী ঝড় ঝরে যায়-
ভেঙ্গে চূড়ে সেই স্মৃতির মহনায়-


আজও কত শান্ত পাঁয়রা বাসা বাঁধে
এক নীলিময় আকাশ পানে-
জুড়াবে ক্লান্তি মেঘ -মুছে যাবে
বেদনার রেস এই রোদপোড়া অবশেষ;
জোনাকিদের হবে আঁধার বেশ।
২৭-০৬-১৭
-------------