জ্বরের অসুখ জলের ভিতর
নাক সর্দি করোনায়- কি আর
হবে দুঃখের মাসি মন্দনায়;
কি ভুগছে পাড়া পড়শী যন্ত্রনায়-
পেট খারাব মাঝি আনন্দ নায়।


কষ্টের মমতা সুখের সাথে
নিনদোত স্বপ্ন ঘোরে কে বা দেখে
মহামারির ফাল্গুন- জ্বলেছে
পাড়া মৌহল্লাই এ কেমন আগুন
ফু- ফু মেরে নিভানো বড় দায়।


নাপিত মুচির ছেলে রাষ্ট্রনায়ক
হতে পারে- ড্রাইভার কোটিবতি হলে
দোষ কোথায়-যতো দোষ নন্দ
ঘোষ- পাড়ার লোকে বলে-,মাথা ব্যথা
হলে পরে রোগ সারে কোথায়?


০৮ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০
---------------------------------