======================
সমস্ত মাটি কিংবা কাঠের
গোল করা বলটা বড়ই রহস্যময়!
আর সময়ের কাটায় এপাট ওপাট
কি আছে,ভাবায় যায় না;
তবুও চঞ্চল দুরন্তপনা
জোনাকির স্বপ্নপুরি এক মাঠ;
ইঞ্চি কয়েক ভাগ্যের রঙ ছুঁয়া পরিহাস মাত্র-
জল সাঁতার মনপুরা কিংবা চিলমারির ঘাট;
অপেক্ষা শুধু বিজয়ের সোনালী ফলের
নাক ভরা ঘ্রাণ- অথচ কেউ
রহস্যের ভেদ করতে পারে না?
জুয়াড়ি খেলেয় যায়
জল ঢালার বোতল কিংবা গ্লাস
অতঃপর ভাগ্যের রাজটিকা
বলটা বড়ই রহস্যময়।


২৭ ভাদ্র ১৪২৬, ১১ সেপ্টেম্বর ১৯
--------------------------------