===================
শব্দ খেলা মানে শুস্ক সাঁতারে ভিজা-
ঠোঁটের অদূরে ঝরে পড়া জলকোণা!
বুকের অনীশে শত রাঙা ধূসর বেদনা-
শব্দমালা তো সে আর বুঝে উঠে না?


জোয়ারে ডাকে ব্যাংঙের যত রঙিন দল
স্থলে উঠলে মাছের গল্প হয়ে যায় ভর্তা-
মিছিল তো দেখাই যায় না দলে দলে সস্তা
রাস্তার ধূলিকণা নিরব দৃশ্যবিরল বস্তা;


তবুও আর্তনাদে খেলছে কত ভাবনার শব্দ
কবিতার সোনালি ফসল হয়েছে আজ জব্দ-
আয় শব্দমালা আয়- বকুলের পড়াবো মালা!
ভাবিস না আর হবে না দৃশ্যবিরল পদ্ম তোলা।
২৩-১২-১৭
=======