কবিতার চোখে ঘুম দেখছি না  
কেনো ঘুম পাচ্ছে না বলাই বাহুল্য;
এই ভাবনার অথৈ গড়াচ্ছে জল  
রক্ত কোষ হাবুডুবু খাচ্ছে! মৃদু কম্পন
কারণ ছাড়াই- কবিতা খুব অভিমানের  
চন্দ্র কাঠ কখন জ্বলে উঠে- বুঝাই যাচ্ছে না  
অথচ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ কথায় শুনছে না-
তবু কবিতা পাড়ায় আতঙ্ক নয়; এক বিশ্বাস
একদিন ঘুম আসবে রক্তচাপ কমে যাবে, তারপর  
কারেন্টের থুম্বার মতো দাঁড়াবে কবিতার পৃথিবী!  


২৮ ফাল্গুন ১৪২৮ ১৩ মার্চ ২২