======================
পাখিরা পুষা বলে, পাখির গান শুনে না
বরং গান শুনানো হয়; একি দায়িত্ববোধ
মমতাময় শুধু দুর্বাঘাসের এলোমেলো উকুল!
তারপর লজ্জাবতীর ঝর ঝরা পাতা -
তবুও পাখিরা প্রভুভক্ত নয়-
ডানা মেলে উড়তে চায় মুক্ত আকাশ পানে-
গান শুনাতে চায় নিত্য নতুন গান;
প্রভু ! একেমন দায়িত্বহীন স্বার্থপরতা
কত পাখিদের অধিকার নীড় হারা-
প্রভু ! হৃপন্ডি চক্ষুতে একেমন রক্ত নেশা?
অতঃপর সমস্ত পুষা পাখি আর
ঘরে ফিরবে না; কারণ শুধু রক্ত নেশা।


১২ ফাল্গুন ১৪২৫,২৪ ফেব্রু’১৯
----------------------------