ঘর বাহিরে আর কত বার রক্তক্ষরণ করব
মৃত্যুর দ্বার প্রান্তর- তবুও বুঝার উপায় নাই!
আকাশে বাতাসে মিশে যাচ্ছে রক্ত দাগ;
জ্বালানময়ী চোখ বুঝতেছে না- কখন বুঝেবে
চারিধারে শূন্য আধার ঘনীয়ে আসছে-


রক্তক্ষরণ করতে দিবে না আর খুঁল বন্ধ দ্বার
ভেঙ্গে ফেল যত আছে বাঁধার বাধ; দিলে লও
ভক্ত, শিরায় শিরায় অগ্নিকান্ড, গলিত নয়
মাথায় আছে শক্ত তাজ- শুধু নয় রক্তক্ষরণ
ভয় কিসের ঝরাব আজ অন্যায়ের রক্তক্ষরণ।


১৩ আশ্বিন ১৪২৬, ২৮ সেপ্টেম্বর ২০
----------------------------------