======================
এক পশলা মেঘের রোমান্টিক ভাষা ডুবে
গেছে- ঝর্ণা ধারা পাহাড় নদে দুঃখময়;
অথচ ঘোলা পানিতে বসবাসের,কিছু কায়া;
তাতেও নাকি চেংমাছ করে লাফাত, লুফাত-
তবুও রোমান্টিকের স্রোত ফিরে আসবে
সোনালি দিনের চাষবাস- ছুঁয়া নিবো তখন
রঙবিরল ফুলের সুবাস- অতঃপর অনুতপ্তের
জুড়ি নেই- পুড়ি নেই- আফসোস ভরা জল
আর গা জিরানো তালপাতার হবে
আহা কি রোমান্টিক বাতাস?


১৬ শ্রাবণ ১৪২৬, ৩১ জুলাই ১৯
-------------------------------