=====================
ঘুঘুর চারচোখে না বলা বর্ণমালা
আর দৃষ্টিপাতে টিঁয়া ঠোঁটের হাসি !
উড়া উড়া বালু ঘর-এ বালুচর
বলা হলো না কত ভালোবাসি;


কাটাতারে বেড়ার মধ্যে রইল চিড়াকুট-
খই ভাজা শব্দ বজ্রপাতে পুড়ানো ছাই
ঢেউ খেলানো জল আর কোথাও না পাই-
পূর্ণিমার রাত নিঃঝুম জোনাকিরা গান গায়।


রেখে আসা স্মৃতির জোয়ারে জলপাই
বিদায় টিয়া ঘুঘুর লুকোচুরি প্রেম ভেলায়,
ভাল থেকো ঝারবাতির মত সুখের আলোই-
তারার মুখে অনুভুতির ভাবনা খেলায়।
০৩-০৫-১৮
========