========================
আজকে সোনালী কবিতার হাত পা দেখলাম-
কত ছন্দময় -অন্তমিল জেনো
রূপালী কবির সূষ্টি রঙিন!
কবিতার চোখে মুখে যত সব বায়না,
বর্ণমালায় নাকি চয়ন সাজাতে পারবো না ?
সত্যিই কালিরদত শূন্য-
হা -হা ঠিক তাই- শত শস্যশ্যামল নদনদী
কবির বুকে উজান ভাটি নিত্য;
তবুও কবিতার রূপলাবাণ্য অপূর্ণতাই আছে
ঐ পূর্ণিমার মতো!
শুনো কবিতা আমি রূপালী কবি-
কবিতা চয়ন করাই লক্ষ্য
অন্য কিছু নয় ?
কারণ রূপালী কবির হয়েছে বাসনাপূর্ণ-
কবিতার সেই গন্ধ সুবাস বিবর্ণ-
অতঃপর রূপালী কবির এক কবিতা দিন।
০৭-০৪-১৮
========