============================
মনে পরে অনেক ভাব নিয়ে রূপ পরিচর্যার উঠান
রূপের বর্ণনা খোঁজতে বড় রহস্য ভরা মাঠ দেখেছি!
সেখানে বৃষ্টিবাদল নাই- মেঘমালার বজ্রপাত নাই শুধু
দৃষ্টির আরালে কামুক ঠোঁটের ছোঁয়া দুই হাতের চার্ট!


এই দেখো রঙ করার তুলি নাই- হাতের ফাঁকে ছবির হাঁট
যেনো মনোগভীরে আঁকা- এক রূপের ঢেউয়ে ভাঙ্গা ঘাট
আহা উচ্ছলে পরে জল- ঢেউয়ের উত্তলে মাতাল তো সমুদ্র
গঙ্গা কে হারমানায় এমনকি যমুনা, ইছামতি আর বাঙালি


তবুও ভাব নয়ন খুব কাছে রাতের জোছনা ঠোঁটে হাসি
গন্ধ ছড়ে যায় পূর্বালি গায় রঙকারা যেনো চাঁদের বাড়ি  
অথচ তারা দলের হারিয়ে যেতে বল চিরতরে রাত ঘুমানো
অতঃপর আজও ভেসে আসে সেই রূপচর্চার গন্ধ ভারি।


০৮ ভাদ্র ১৪২৬, ২৩আগস্ট ২০
-------------------------------