===================
ভবগজতে কি রূপ দেখিল
হাতের কাছে ভরা কলস থাকিতে
জলপান না করিয়া লালন মরিল;
অথচ আমি অধম কি রূপ চিনিলাম
রূপ স্বরূপ দেহে একই রক্ত লাল-
মনের গড়ন হয় কেনো অকাল।


কি দারুণ মাতৃগর্ভে একই ভাবনা
একই কাঁন্দ- জন্মের পর ভিন্ন হয়
মনের চিন্তা- তবুও একই হয় নিঃশ্বাস
কেনো ছলনা, বলনা মায়ার গভীরে
হারিয়ে যায় ভবগজতময় বিশ্বাস-
প্রেমসাগরে ডুবে মরে রূপের রক্ত লাল।


০৫ শ্রাবণ ১৪২৬,২০ জুলাই ১৯
-------------------------------