==================
ঘুমপারিনি স্বপ্নটা ফুরিয়ে যাবে
জল বালুর ছুঁয়া- তোর বুকে থাকবে!
তারপর জলচুরিতে ভাসবে
কেউ না অনুভূতির করবে বর্ণনা-
তুই অপরুপ সুন্দর যমুনা।


বান ডাকার আড়িতে শুনবি না
আর্তনাদ-ফসল ডুবা পূর্ণিমা রাত;
ভাবিস না অভিশাপের গলাটাও বন্ধ হবে-
তবুও কার না কার উপলদ্ধিতে
সাজাবে শুধু রূপলাবন্য যমুনা।


১৫ বৈশাখ ১৪২৬, ‍২৮ এপ্রিল ১৯
-----------------------------