পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি
একটু হলোও সবাই জীবনটাকে
একটা লাল সালু ভাবি আর ভাবি!
আসলে কি জীবন পানি এরকম?
সময় বড় নড়ভর- ভাবাই যায় না
ঘড়ির কাটা কখন উল্টে যায়।


তবুও ভাবি একটা কিছু স্বপ্নের ঘোর
রঙিন পৃথিবী কিংবা কাক ডাকা ভোর
লাল সালু পাজির রশি- পাপের দাড়ি
বুক পাঁজরে আর না তোর কপালে ভাবি
শুধু শুধু পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি!
একটুখানি ভেসে যায় জলছবির সাদা মুখ।


০৮ আশ্বিন ১৪২৮, ২৩ সেপ্টেম্বর ২১