ছায়া ঘিরা কত ডালিমের বাগান
একটা ডালিম শুধু অন্ত রঙ মহলে ভাবি
আরও খালি কলস দুচোখ ভরে দেখি
মায়া ঘিরা সবই চাই শুধু নিভূতে-


শত শত কলম ঝরে যাচ্ছে নিমেষে
রাতদুপুর দাগ রেখে কালির আগুন-
সহজ সরল কিংবা নিঠুরতায় একনিষ্ঠতায়;
অথচ আমার চাওযা এতটুকু সামান্য।


০৫ ফাল্গুন ১৪২৬, ১৮ ফেব্রুয়ারি ২১
-----------------------------------