কত না ধর্ম কথা শুনিলাম দেখিলাম-
নিয়মকানুনে আছে শুধু শান্তি!
কত না ধর্ম কথা শুনিলাম দেখিলাম;
সংসার ধর্ম অজাত কর্ম-
না থাকিলে লক্ষ্ণীর চরন বলি
তাতে কি বিনষ্ট, সংসার ধর্ম।


নরের কর্ম দুচোখে হয় সন্দেহ
বলো সংসার কি পাপের পথভ্রষ্ট
মরে গেলে, অজাতের কি যায়-
আছে- সংসার লোভি পাপে পুজি
ধর্ম শিখায়- অভিনয় বড্ড হাসি মুখ-
তবু বলি সংসার ধর্মতে নাই কোন সুখ।


১৪ চৈত্র ১৪২৬, ২৮ মার্চ ২১
--------------------------