=================
পাপের পাপি হয়ে
করোনা ভাইরাসে
যাবো না- যাবো না মরে!


মরণ আমার ঘুম পারিনি
চাঁদের দেশে- আদর সহাগেনি-
ক্ষীণ সময়ের আরধনা-
আফসোস অনুতাপের কাঁন্না;


ভয় ভয় রাত- পুহালেই জয়-
ভিন্ন কথা- নীতি ঘর রূপের চরণ
পবিত্রতার আত্মক্ষরণ;
পাপ কি আমায় দেখেছে
করোনার জ্বলন্ত আগুন-
জ্বলে পুড়ে নিঃশ্বাস হলো-
না ফিরা দেশে আহা কি করুণ?


প্রভু দোয়াময় চাই না
করোনা দেহে মরণ!
এতটুকু পুণ্য বলে স্বাভাবিক
মৃত্যু দিয়ো শয়নে-
চাই না শুধু কোন ভাইরাসে
কষ্ট দিনে দিনে মরণ;
চাই শুধু স্বাভাবিক মৃত্যু্।


০৪ চৈত্র ১৪২৬, ১৮ মার্চ ২০
--------------------------