গাছের পাতাগুলো চুপ
অদ্ভুত শুধু উড়ন্ত ধূলিবালি মেঠোপথ-
আর এ রাস্তার অলি গলি!
আজ কাল ডালপালা জুড়ে যা হচ্ছে
স্ববিরোধিতা ছাড়া কিছু নয়
অথচ বুঝার আত্মা মৃত প্রায়;
আপন ভাল করতে গিয়ে-
বিদ্বেষী রুপ টেনে ধরছে সময়;
মৃত দাঁড়িয়ে আঙ্গুল তুলি-
মন্দ করাটাই আপন বিরোধ
গাছের দু'চোখ তাই বলে-
অথচ জল বিন্দু ঘাসের প্রণয়!
আপনে আপন দেখি না স্ববিরোধিতা।


২৬ আশ্বিন ১৪২৮, ১১অক্টোবর ২১