স্বকর্ম ভাবনা //


দেহ দেখো দেহ ধরো
মনের খবর মনেই লয়
নিজের দেহ মনের খবর কেন রাখো না


বেশ তো অন্যের ভাবনা নিজেই ভাবো
আপন ভাবনা ভাবো না
পরনিন্দা অন্য কে বলো পূন্য কাজে চলতে বলো
স্বনিন্দা বল না পূন্য পথে চল না!


আপরের সন্দেহের দণ্ডকথা গুনগুনাও
শুধু নিজের সন্দেহ কথা ফুরফুরাও না-
এভাবে ময়লা জমে শ্যাওলা গায়ে,ইউপোকা বাসা বাঁধে
তুমি ছাড়া আর কেউ দেখে না -জানে না।
১৩-১১-১৭
=======