================
চেতনাতে দোলছে একটা
তোশা পাটের সাদা দড়ি !
কালোনিশি কিংবা জোছনা
মাখা রাত- গলায় পড়বে
সমস্ত আর্তনাদের হাত;


ভাবনা চিন্তার দেখে যাও
কিছু বলার নাই শ্যস ভরা
মাঠ- পাবে না ক্ষমা চাও-
মাটিতে দহন হাওয়াতে
পুড়া ছাইয়ের গন্ধ সহন।


কত মালা গলায় চিনলে না
আসল নাকি নকল- তবুও
শান্তি সুখের আশায়- দিনো
কুল সবই গেলো-ঐ স্বর্ণ দড়ি
ভয়ে আছি একটা সাদা দড়ি;


আকাশ থেকে মাটি দিবে না
পাড়ি- মাটি থেকে ঘাসফড়িং
উড়বে না আর সারি সারি-তোশা
পাটে ফুরালো ঐ- চেতানার
পাশের বাড়ি- স্বর্ণ দড়ি কই।
১১-১২-১৮
------------