======================
এখনো স্বপ্ন বিবাগী, ভেজা রাত!
শুধু গল্পটা হলো শেষ- সূর্যের কিরন
ভেধ করছে দেহ মন, একি ভেজা রাত;
অথচ সেই দিন নতুন কিছু বৈরাগির দমকা
হাওয়া বেশ, অদূরে শশীময় ব্যথার পরশ
দিয়ে গেলো- ফর ফরা করা ভোর- ভোর;
তারপরও এ ঘুমের অপেক্ষা সন্ধ্যামালা
কিংবা বালিশহীন চাদর মুড়ানো আর্তনাদ
তবুও তোমার স্বপ্ন বিবাগী একটা রাত হলো না-
অতঃপর এ স্বপ্ন বিবাগী শুধু ভেজা রাত।


১৯ কার্তিক ১৪২৬, ০৪ নভেম্বর ১৯
---------------------------------