========================
ভাবের উপর মশা বসেছে; খাইতেও পারবে না-
উড়ে যেতেও পারবে না- শুধু আঘাত গণ্ডগোল-
কথায় সেই সকল প্রণয় বর্ণ ভেসে উঠো একবার;
সেই গান, সেই আবৃত্তি, সেই ভাষণ- শুধু উপলদ্ধি
করে এই আকাশ- এই বাতাস আর নদনদীর জল-
তবুও নিঠুর পাষান চারপাশ আর্তনাদের ধ্বনি !
স্বার্থপুষি উম্মাদ খেলা করছে লাল সবুজের প্রাণ;
অতঃপর সাদা মেঘ চাই, কাশবন চাই,চাই শ্রদ্ধা ভক্তি
প্রনয়, চাই না মশার গায়ে মৌলবাদের উৎপাত গণ্ডি-
সেই সব ভাষনে, কর্মে, জেগে উঠুক দেশপ্রেম।
০৭-০৩-১৮
=======