======================
এক একটা শ্বাস যেনো না পাওয়ার
কিছু খোঁজার সৃষ্টি স্বাদ!
তবুও ভাবতে হয় গভীর রাতের ভাবনা-
যাচ্ছে এভাবেই চেনা জানা ভাঙ্গা বাদ;


নতুন প্রভাত জেনো প্রজাপতির ডানায়
ছন্দবিরল গান একটু একটু শুনতে
চাওয়া শিশির বিন্দু- এমন কি উড়ন্ত
ধূলিকণা, অথচ পাখির নিশ্বাস চাই সোনালি
আকাশের জোছনায়;


ঘাসফুলের মেলা- মধ্যদুপুর একলা
রঙবিরল ফড়িং শুধু দুলছে দুলছে কোন বেলা
অনুভূতি যাচ্ছে ছুঁয়ে- ভীষণ আঁধার
নাকের ভিতর শ্বাস- তবুও কষ্ট বুঝে না-
এমন হাসির একটা চাঁদ।


১৪ আষাঢ় ১৪২৬, ২৮ জুন ২০
----------------------------