============================
এই লাল সবুজের পাতায় পাতায় মিষ্টি দোলা
মৃদু হাওয়ায় গন্ধ বেড়েছে শুধু
গন্ধ বেড়েছে- অথচ দেখা যায় না- ছোঁয়া যায় না-
অনুভূতির হাজার পরশে বিশ্বাস
করতে হয়-বয়ছে চারপাশে গন্ধ শুধু গন্ধ বেড়েছে;


আতরের সুবাসও নাকি তার কাছে হার মেনেছে
দৃষ্টিকুটুর তুলার সাথে এবুঝি কানে-
গন্ধের সাথে দুর্গন্ধটাও ছুটে অতীতেরও বানে-
ঝরে যাওয়া শুকনো পাঁপড়ির আবার
গন্ধ নিবো নিঃশ্বাস ভরে লাল সবুজ দেখব প্রণয়ে;


আয় না তোরা মেঠো পথের ধূলিকণা
দুর্বাঘাসের বুকে ফড়িং, আঁধারের জোনাকি আয়
তাই বলে- আড়ালে গেছে পাতারা
তবুও সময়ের জানালা দিয়ে আসবে এবুঝি তারা
সেই গন্ধ শুধু গন্ধ বেড়েছে।
০৩-১২-১৮
-------------