জীবনের প্রান্ত ইতিহাসের বেলায়
খেলা হচ্ছে খেলা হবে- ভাবনাটা
চিরবিস্ময়!সব কবিত্বকে হার মানছে;
তবু সময় এখন লাল নীল রঙে
মৃত্তিকার গড়ায় গড়ায় ভাসছে
চো রাস্তার মোড়ে আমজনতার ঢল
সিনেমার দৃশ্যকেও হার মানছে
কাঠবিড়ালীরা লিচু ফল চিনছে
ভয় কে ভেঙ্গে চাঙ্গা হয়ে, ফাল্গুন
হাওয়ায় স্লোগান ধরছে খেলা হবে;
নতুন ইতিহাস এই বুঝি সৃষ্টি হলো
জীবনের রঙিন ধূসর শেষ প্রান্তে।


০২ অগ্রহায়ণ ১৪২৯, ১৭ নভেম্বর ’২২