============================
আদুরী টুনটুনি চাঁদের পানে আর পলক পরবে না-
রোদদুপুর মৃদু সংলাপ মায়া দৃশ্যবিরল হলো পায়রা !
কথায় কথায় হারিয়ে গেলো ও চাঁদ;
টুনটুনির ঠোঁটে ইচ্ছা হলোও পূর্ণিমার হরিণ হাসি হাসবে না
অনুভূতির আফসোস দেওয়াল জুড়ে ধরলো শ্যাওলার ফুল-
মাঝে মাঝে জমাট মেঘের কি আর্তনাদ -
গন্ধসুবাস উড়ুক আর নাই উড়ুক- চন্দন আতর নিয় গায়
রৌদ্রতপ্তে পোড়ুক আর নাই পোড়ুক আতশবাজির প্রণয়
আর সোঁদা ঘ্রাণ পলকে জুড়ায় না প্রাণ;
তবুও টুনটুনির মায়া উড়ে যায় ঐখানে শীতল রাতের ছায়া।
২৪-০৫-১৮
---------------