========================
অকারণে শিশির বিন্দু ঝরে কেন
দুর্বা ঘাসের পারে- সুখের চাদরে রৌদলা রৌদ,
হাসে না সোনা চরে-অপরিচিত বেঁলেমাটি বলে;
জমেছে পূর্ণিমার কোণে বরফ চূড়া-
ওহে শিশির! নিয়ে যাও চাঁদের হাসি
উঠান বাঁকে চেয়ে থাকে সূর্যমুখি।


তবুও ঘুসা ভারি অনুরাগে মহাকাশ-
এতদিনে তারার পানে-বুঝলে শুধু সবুজ মেঘে
ওহে শিশির- বর্ষার এপাট -ওপাট জুড়ে
হিংসার বল- অতঃপর জমে থাক না
সাদা মেঘের উপর শিশির বিন্দু।


১৭ চৈত্র ১৪২৫, ‍৩১ মার্চ ১৯
-------------------------