আজও বিবর্তন ভাবে পরে আছে
শিশির শাল পরা শীতের সকাল-
কিংবা সন্ধ্যার বিষণ্ণতা- বিকেলটুকু
হারিয়ে গেছে কিছু অনুরাগি ভাষায়!
যাহা গোলাপের ঘ্রাণ ছড়েনি,বরং আগুন;
জ্বেলে আছে সমস্ত স্মৃতি অনু ঘ্রাণে।


ধানসিঁধ চাতাল-রাস্তার ধূলি তেমনি আছে
পা ভিজানো দুর্বাঘাস মরে গেছে কেনো না
আগের মতো করে কেউ স্পর্শ করে না-
মেঠোপথের কালি কিংবা গাঁয়ের রসমি আলো;
অথচ আঁধার এখানে আর অনুভব হয় না
এতোটুকু শিশির শাল জড়ানো ব্যথা।


১১ অগ্রহায়ণ ১৪২৬, ২৬ নভেম্বর ২০
----------------------------------------