================
কত গোলাপ ফুলে হাসে রোজ -
পাপড়ি ঝরে গন্ধবিরল খোঁজ;
তবুও অঙ্কুরময় সকাল সন্ধ্যা মোজ
অথচ গোলাপ অপেক্ষায় সাজ


দু'হাতের ছুঁয়া গন্ধমুখর রাগিনী
অতঃপর বন্ধন হোক জীবন পাপড়ি -
উড়ে এসে জুড়া লাগুক মন পাগলা পারে
শিশির ভিজা দুর্বা ঘাসে প্রজাপতি।


২০ মাঘ ১৪২৫,০৩ ফেব্রু’১৯
--------------------------