============================
দৃষ্টিতে শুধু পদ্মার বালি- মানবতা শুধু ঠোঁটের বলি
মানুষ এখন পাখির মতো রাস্তায় ঘাটে খায় গুলি !
তবুও মানবতা মানবতা মিছিল পাড়ার ধূলি-
ধ্বংসের পর জাগে ওরা নিজের পিটে কিল ঘুসি;
দেখে ঐ কবিতার আকাশ শুধু ভিন্নমাত্রায় মেঘ চুম্মি
রঙ নেই- ধূসর নেই এ কেবলি হিংসার দলাদলি-
অতঃপর মানবতা, কবিতা, কবির জেনো শিশু মিতালি!
যাহা পছন্দ তাই জিৎ করে গরাগরি- ভয়ঙ্কর অনুগ্রাসি-
আজকের মানবতা,কবিতা আগামী দিনের প্রতিচ্ছবি।
১৮-০৩-১৮
========