==================
শীতের রাতে এখন উষ্ণ পরা পর-
কে আছিস ভাই দেখো না সরা সর;
চাঁদটা বড়ই শীতার্ত- তারা তো নয়-
জোনাকিরা নিভু নিভু কিছু কথা কয়
ভোরের শিশির কোণা তাও বুঝি সহ;


সহ্য হয় না আর ঐ দুর্বাঘাসের কাপন
কি আছে- কে বুঝে কে বা মর্ম আপন!
শীতার্ত গাঁয়ে উষ্ণ দিতে কাপড় পড়ন-
চলো যাই -যায় না, প্রজাপতির বেসে
নয় তো মাকড়সা জাল বুনানোর শেষে-


হোক না শুধু এই শীত উষ্ণ পরাপর
তরুণ করুণ বরুন যাত্রীরা হুশিয়ার।
১০-১২-১৮
-------------