কুয়াশা ভারি পৌষের মাতাল শীতটা-
কি লজ্জা গায়ের পারে শীত- শীত শুধু
মাঘের হাড় কাপানোর অপেক্ষা!
একটা উষ্ণ চাদরছিল তাও ছিনিয়ে নিল
খানিকটা দীর্ঘশ্বাস নাক কিংবা মুখটা;


অথচ সুন্দর চেহেরা নয় তো টাকাপয়সার
তরে হারিয়ে গেলো কতখানি শীত- শীতটা
কি হবে এখন চোখ খুল চেয়ে দেখো-
বছর ঘুরে ষড়যন্ত্র- দেহে বসানো মাটির মন্ত্র!
এভাবেই কাটবে বুঝি শীতের সকালটা।


০৮ পৌষ ১৪২৬, ২৩ ডিসেম্বর ২০
--------------------------------