================
শীতের রোদ পোহানো ঝলমল
উঠন, রেডিওটা আর বাজে না;
শীতের তেজক্রিয় রশ্মিটা আজও
উষ্ণতার ঘাম ঝরায়, এ শহর মুখ-


অথচ মখমুখি দৃশ্যমান, এতোটুকু
আক্ষেপ- রেডিওটা আর বাজে না


স্মৃতির চোখ শুধু অম্লীন; হয় তো
তথ্য প্রযুক্তির রঙ বিরল, প্রজন্মের
মাঝ থেকে- এভাবে একদিন উষ্ণতার
সকাল, দুপুর হবো শীতের উঠন।


১৫ অগ্রহায়ণ ১৪২৬,৩০ নভেম্বর ১৯
--------------------------------