জীবন চলার পথে সংগ্রাম বলে একটা শব্দ আছে-
যেখানে কোন অন্ত্র নাই ঢাল তরোয়াল নাই শুধু
ভাব চিন্তায় এক ধারালো অন্ত্র যাহা সকাল বিকাল যুদ্ধ করতে হয়।


কিন্তু অনেক সময় পরাজয় ঘটায় নিঠুর নির্দয় চির বাস্তব
মৃত্যুর কাছে। মনে করলেই সমস্ত পৃথিবী আমার
অচিনা মনে হয় তবুও নিজের সাথে যুদ্ধাটা থেমে গেলো
ভুলেই যাই- মৃত্যু বলে একটা শব্দ আছে।


পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর, কষ্ট দায়ক হলো
মৃত্যু নামের শব্দটা! অবশেষে সবার মাঝে
একদিন ঘটাবে এই মৃত্যু নামের নির্দয় শব্দ।


০২ কার্তিক ১৪২৬,১৮ অক্টোবর ২০
---------------------------------