========================
এতোটুকু ক্ষুধা মানে না কোন জাত কুল
অথচ আসলাম ফিরে- শহর কিংবা অশহরে-
তবুও খোঁজে পাওয়া শুধু মৃত্যুর চিরঞ্জীবী!


কত শোক- কত অশ্রুমালা মাটির রঙ বিছানো;
তারপরও মিটলো না, এ জ্বালার পরিসমাপ্তী-
অতঃপর তুমি- আমি- এ বর্ণ ধরণী শোকাহত।


০২ ভাদ্র ১৪২৬, ১৭ আগস্ট ১৯


--------------------------------------