========================
বন্ধু রে- আর কতকাল চালাবে শখের করাত
বুকটা চিরা যায়- কষ্টে সাজে তারা ভরা রাত;
কতটা জানো তুমি করাতের রক্ত ঝরা ধার-
রক্ত জল দেখে- দেখে কি সুখের পাও স্বাদ;
বন্ধু রে তুমি শখের করাত- কেটে যাও
দিবানীশি করাত- করাত; তুমি শখের করাত;
কত তোমার আঁকা বাঁকা পথের পার
ভুলে গেছো সরিষা ফুলের মাঠ- তবুও বন্ধু
তোমরায় পারো বোধহীন, স্বার্থচিন ভেঙ্গে
দেয়া পাঁজরের র্শাট- অবশেষ দেখো বন্ধু
দেখো একই পথে চলছে শখের করাত।


২৪ আশ্বিন ১৪২৬, ০৯ অক্টোবর ১৯
----------------------------------