==============
শঙ্খ বিলের ধারে
একটা মেঘ ঘন হচ্ছে;
জেনো সমস্ত কিছু ভুলে!
শাপলা, পদ্ম ফুটতো
নীবর ঢেউ বুক বয়ে যেতো
বুঝত না মেঘের গর্জন।


সাঁতার কাটত আপন মনে
প্রণয়ের রঙিন জানত সবই
তবুও বালুচর জাগল শুধু
এক নদের ধারে ! কি লাভ পেলো
ক্ষণস্থীয় জীবনে;


শঙ্খ বিল তেমনী রইল
আপন মাটির স্পর্শ ছোঁয়ায়
কাজলাদিঘী কিছু বুঝল না
এই ভাবে কখন হয়ে গেলো
একটা শঙ্খ বিল।


১৩ মাঘ  ১৪২৬, ২৭ জানুয়ারি ২০
---------------------------------