=========================
শরতের আগমনটা কেমন জানি দুরন্ত মেঘলা!
কাশফুল ভাবতেই পারছে না দু’জন শ্যামলা;
অভয়ারণ্যে মেঘে মেঘে সব হয়েছে আয়না
কানাবগীর লুকচুরিতে ভাঙ্গছে বুঝি খেলনা!
তবুও হাসছে শরৎ- বুকপাঁজরে কত বায়না;


ঐ আকাশটা কেমন জানি আমজনতা চায়না
আতংক আর রক্তের হলিখেলা স্বপ্নের ফাতনা
অতঃপর শরৎ তুমি স্বার্থ ছেড়ে শান্ত হও না;
ভসবে মনবন্দরে সাদা মেঘ সোনালী রৌদ্র দূর-
মনের ঘুড়ি উড়ন্ত গাংচিলে শরৎ হবে শান্ত।


১৯ ভাদ্র ১৪২৬, ০৩ সেপ্টেম্বর ১৯
---------------------------------