=========================
শরত হেঁটে গিয়েছিল ঠিক পাঁজরের উপর দিয়ে-
সমস্ত কাশফুল ঝরেছিল অথৈ জলতরঙ্গের উপর;
অপেক্ষার প্রহরগুলো নিঃঘুম তবু শরতের অণু দেহ
দৃষ্টিপাত করে ঐ নীল সাদাকাশের নিশিপানে চাঁদ।


শুধু কল্লোলে ফুটল শরত শিশির সিক্ত ঘাস ফুল
নরম পদাঙ্ক স্পর্শ করে না ঠিক যেনো প্রণয়েরের
দীর্ঘশ্বাস অথচ ঘুমটা পরে মেলেছে সরিষা ফুলের
গন্ধ উড়ানো রাজপথ- অতঃপর এভাবেই সুনিশ্চিত-


শরত একদিন আসবে বুঝি ঐ গোধূলি মেঘের উপর-
কিংবা অষ্টকাদি মুখরোচক শরতের শূন্য পালঙ্কে ভর।
১২-০৯-১৮
-----------