====================
মাটির কলস দেখে দেখে- হাসে জল
মেঘের প্রেম হলো বর্ষার সাথে ছল ছল
তার বিনিময়ে মেঘের চোখে শ্রাবণ!
রঙধনু বিকেলে আনন্দ হাসির প্লাবন-
রাতের পূর্ণিমার অগোচরে হলো মরণ!
একটা জোনাক জ্বলে নীলময় নির্জন;


ছায়া নেই প্রতিময়ে শুধু বর্ষার ঢল-
লাগল গায়ে প্রেমপাত মায়ার টল;
মেঘবালিকার মেঘে জুড়ে ঘণ ঘর্ষণ
কলস বুকে ঝকর ঝকর টিউওবয়েল
জল- মুখের ভীতর ফুল বায়ুর পাম-
খুঁলে না প্রেমময় শ্রাবণ ভিজা খাম।


৩০ আষাঢ় ১৪২৬, ১৪ জুলাই ১৯
-------------------------------