কখন শ্রাবণ এসেছে,মনেই হয়নি।
তখন পা ভিজলো, হাত ভিজলো
বুকের মাঝে হুস হাস শব্দ
কি জানি আওয়জ করলো!
কান ভারি হয়ে যাচ্ছে-
মন কেনো জানি পাগল হচ্ছে।


ঠিক মনে হলো শ্রাবণ এসেছে;
স্মৃতিগুলো রাঙিয়ে গেলো
এক একটা করে-মেঘ নেই
তবুও দুচোখ বেয়ে বৃষ্টি-
একেই বলে শ্রাবণ ভিজা
দেহের কাঁদামাখা জল!


কতদিন দেখি না তোমায়
স্বপ্নজাল বুনে যায় ঝিরি ঝিরি
পূর্ণিমার আলোয় ঝাঁঝাল মন
ধূসর ঘ্রাণ ভরে উঠে প্রাণ-
যেখান ছিলে সেখানেই আছো!
তুমি এসেছো শ্রাবণ।
১৩ শ্রাবণ ১৪২৮, ২৮ জুলাই ২১