===========================
আকাশের রৌদ্রজল ছোঁয়া বেদনার একহাত আকুতি
আর পূথিবী মাতল করে জলকাঁদা একাকার ম্পর্শ-
শ্রাবণী মেঘ এমনী হয় কদমের গোলক পুস্পন্তিতে
হেসে হেসে হেঁটে যায় এক পশলা বৃষ্টির উচ্ছ্বাস;


তবুও লাউয়ের লতায় বেঁচে থাকা, সোনালী সবুজ
অরণ্যে চেয়ে চেয়ে নিঃশ্বাস ছাড়া-আর কি বা বাঁকি-
চৌকাঠটাও বন্ধ -পাল্লাহীন জানালায় ধেয়ে আসছে
ধানশালিকের আচাদর মুরানো ধূসর গন্ধ বহর !


তাতেই কি শ্রাবণী বাঁশপাতার ভীরে ভিজে দিবে-
সমস্ত আকুতি শ্রাবণের শঙ্খপ্রদীপ জ্বালাবে।
১৮-০৭-১৮
-----------