দুষ্ট সীমানার আড়ালে আত্মশুদ্ধির
একটা ফুল বাগান থাকা দরকার-
অথচ পাপের সুঘ্রাণ নিচ্ছি! বুঝার
কোন অবকাশ রাখি না- তবু দুষ্ট
লোকে বলে কথা; পবিত্রতা শুধু
চোখেই রাখি কাজের ফাঁকে ফাঁকি
এই না হলো দুষ্ট লোকের চঞ্চলতা
আড়ির ঘরে কতটা মাটির হাড়ি ভাঙ্গি
অতঃপর আত্মশুদ্ধির পথে এখনি হাঁটি-
শুধরাবে না,এই দুষ্ট লোকের মিষ্টি কথা।


২২চৈত্র ১৪২৮, ০৫এপ্রিল ২২