এক হাতে গোলাপ আমার
অন্য হাতে শুধু কৃষ্ণচূড়া
বল না দেখি কোনটা নিবি-
নেস না জানি কৃষ্ণচূড়া।
কৃষ্ণচূড়া নিলে তোর
দেহের মেঠোপথে রক্তাক্ত রাঙাবে
গোলাপ শুধু নিলে পরে
মনের ঘরে ভালোসাবা ছড়িয়ে রবে।


পাওয়া আর না পাওয়ার বেলা
নীল ধ্রুবতারা সংগোপনে দিবে জ্বালা-
কি করে রাখবো তখন মনদানিতে গোলাপ
মেঠোপথ ভিজে গেছে
সারা রাত কৃষ্ণচূড়া পাপড়ীতে সংলাপ
বল না দেখি সান্ত্বনাতে অদুঘরে সুবাস
সারাবেলাতে বয়ে আসুক গোলাপ
নেস না জানি কূষ্ণচূড়া।
০৫-১০-১৭
========