========================
একদিন ধর্মের অগাছা হয় তো, সবুজ ঘাস হবে!
নয় তো নর্দমার জল- তাতে কার কি?
ধর্মের কল বাতাসে উড়ে, সেই না উড়া সু-গন্ধী হবো;
কেমন করে? রক্ত মাটি কি আর বুঝে-
অমাটির তরে কিটপতঙ্গ অনলে পুড়ে- সে কি জানে?
জানে অন্তর কাঁদে মানবতার দুশ্চর!
অতঃপর মাটি কিংবা ছাইয়ে নিস্ফল রৌশনি রৌরব-
মনে রাখা- না রাখা বাঁশপাতার ছাউনি।
২৫-০৬-১৮
---------------