শুধু পেটের দায়ে, যত সব অপকর্ম
ক্ষুধার জ্বালা থামাতে পারে না সম্ভ্রম;
তবু তারা দিনে দিনে হয়ে উঠে চোর
কিংবা ভয়ানক অন্যকিছু,পেট তুই
এমন হলি কেন? আমি তো সম্মানে
বেঁচে থাকতে চেয়েছিলাম কিন্তু এমন
হলাম কেন? পেট আমি জানতে চাই;
দেখছি মানবতার কাহিনী অথচ আমি
ভয়ানক অন্যকিছু আমাকে অপবাদ দেয়
আমি মানুষ নয়;পেট তুই কবে হবি মানুষ।


১৫ অগ্রহায়ণ ১৪২৯, ৩০ নভেম্বর’২২