==================
পদ্য আর গদ্য পাঠে লাল সবুজের
হলো কি ছন্দ থাকে মনের মাঝে !
গন্ধ কোথায় বা খুঁজি- যদি না পাই
রাঙা মনের গন্ধ পাওয়ার অনুভূতি-
তাতেই হলো এ ছন্দ রূপে রূপসী;


চক চক করলেই বুঝি হয় রে সোনা
আসল স্বর্ণ চিনে কয়জনা! শুধু বটছায়া-
ভাবের নাই মোতোয়ারা- উম্মোচনে কে
ধন্য হারা,জ্ঞান শূন্যেই কোন কবিতা-
হায় সবিতা,রঙিন কালির দ্বন্দ্ব মন্দ মনটা।
১৩-০৯-১৮
----------