দুর্ভিক্ষ আর ভয় এ বৃন্দাবনে
নিঠুর দ্বিধাদ্বন্দ্বে হচ্ছে ক্ষয়-
তবুও পিছুলোকে কিছু কয় !
একগলা সত সাহসের পরাজয়।
অবোঝ চাতক পাখিরা সুখের
বাসায় বসে সবভুলার গান গায়-
চিনা সুরে কবিতা আবৃত্তি করতে
পারি না- আঘাতে খণ্ড খণ্ড ভবে
ভেঙ্গে যায় সঞ্চীয়ত একখুঁটি প্রণয়-
তবুও ঠোঁটের আরালে সংশয়।
১৮/০৫/১৭
----------