===================
কি কারণে লজ্জাবতীর পাতা
ছুঁয়েছিল যে প্রেমের কথা;
এতো দিনে মনে হলো বুঝেনি অভিমানী-
অনুরাগে আকাশ ভূমি পানি আর পানি;
কেনো কালবৈশাখির মেঘ দিলে-
দিলে না হায় ফাল্গুণের ফুলদানি।


যত্নে রেখেছি সেই চৈত্রে পোড়া ঘ্রাণ
মাঝে মাঝে ছুঁয়ে যায় মনো প্রাণ!
বুঝতে যদি ঐ প্রণয় ভরাছিল লাজুক
চায়তে তালপাতার বাতাস বার বার আসুক-
লজ্জাবতী কিসের এতো জোছনা স্নান-
আঁধার করে অম্লান-মেঘলা মেঘের আড়ি।


০২ বৈশাখ ১৪২৬, ‍১৫ এপ্রিল ১৯
------------------------------